Skip to main content

মধুর... মধুর ধ্বনি বাজে...

 সময়টা ১৯৮৬ র বাংলা। কলকাতায় অন্যরকম মরশুম। অনেকরকম ছেঁড়া ছেঁড়া গল্প জুড়ে জীবন চলছে লোকের। এরই মধ্যে দুটো বাড়ির কথা বলি - দুটো ঘর,পাশাপাশি পাড়ায় অবস্থিত। তবু খুব যে দুই পরিবারের মধ্যে ভাব আহ্লাদ ছিল এমন বলা যায় না। একটা যোগসূত্র ছিল যেটা এতোটাই সূক্ষ্ম এবং অদৃশ্য যে সহজে ঠাহর করা যায় না। সূত্র হলো দুইটি মানুষ; সমরেশ ও ললিতা। দুইজনই কলেজে পড়ে এবং তাদের পরিবার তথাকথিতভাবে পুরনো পন্থী চিন্তাভাবনায় জর্জরিত নয়। কোন বিষয়গুলো মনে ঠাঁই দেওয়া উচিত আর কি কি জিনিস জীবন থেকে দূরে রাখলে মানুষ অনেক সুস্থ হয়ে চলতে পারবে সে নিয়ে জ্ঞান তাদের ছিল।

দুইটি পরিবারে আরেকটি ভালোলাগা ছিল যেটি হলো রেডিও শোনা। বলা যায়, প্রায় সারাদিন তাদের উদ্বেগহীন জীবনে রেডিও ঘরে সঙ্গ দিয়েই যেত।

এবার আসি সমরেশ আর ললিতার কাছে। সমরেশ এর বিষয় অঙ্ক আর ললিতা পড়ে ভূগোল বিভাগে। দুজনের সম্পর্ক বলতে শুধু দুজন রোজ সকালে একসঙ্গে রাস্তা পার করে, তারপর যে যার নিজ কলেজের দিকে রওনা হয়। একজন না আসা পর্যন্ত অন্যজন দাঁড়িয়ে থাকে। ওই একবার দেখার নেশা, ওইটুকু কাছে পাওয়া। এই সম্পর্কের গভীরতা কেবল ওই দুইটি মানুষ ছাড়া আর কেউ জানলো না। ওদের সম্পর্কে আর কিছু না থাক, অপেক্ষা ছিল। সেটাই তাদের ভাষা। সেখানেই ভালোবাসার প্রকাশ। 

সমরেশের অত প্রেম সম্পর্কিত জটিলতায় মন দেবার সময় নেই আর সে চাইতও না। কিন্তু ললিতাকে দেখে তার সবকিছু ওলটপালট হয়ে যেত। ললিতাও জানতো, এর বেশি সমরেশকে বোঝালে, সমরেশ উন্মাদ হয়ে যেতে পারে। সুতরাং, এইরকম শান্তভাবে, নির্বিঘ্নে তাদের সম্পর্কের বাঁধন চলতে থাকলো। 


সমরেশ জানত, ললিতা গান ভালোবাসে ভীষণ। শুধু ললিতাকে কাছে পাওয়ার জন্য সে রেডিও এ গান শুনতো খুব। লোকে ভাবতো বুঝি সঙ্গীতপ্রেমী। তবে প্রেমটা যে কোথায়, সে কথা মনে মনে কেবল সে নিজেই বুঝতো।


এমন নিস্তরঙ্গ সময়ে ললিতার জীবনে একটা কান্ড ঘটল। তাকে পড়াশুনোর জন্য চলে যেতে হলো দিল্লি। ললিতাও উচ্চাকাঙ্খী, সঙ্গে তার পরিবারও। তার এক চিলতে মন ওই পুরনো পাড়ায় ফেলে গেলো কেবল। সে মনকে বোঝাতে লাগলো, সমরেশ তার মনের কথা জানে না। সুতরাং আর জানতে দেওয়ার প্রশ্নই ওঠে না। সমরেশ কি ভাবে? সমরেশ, এই হেন ঘটনায় কি করবে কিচ্ছু না বুঝে, চুপ করে রইলো। 


বছর পেরিয়েছে চার। দিল্লিতে সকালে রবিবারের দিন। ললিতার রেডিও শোনার অভ্যেস ছোটেনি। বিশেষ করে তার বাবা এখনও নিয়ম করে শোনেন। অনুষ্ঠান চলছে কি যেনো... হঠাৎ ললিতা কাগজ হাতে শুনতে পেলো, কলকাতা থেকে সমরেশ চট্টোপাধ্যায় এর অনুরোধে গান, ললিতার উদ্দেশ্যে.. 

এক নিমেষে ললিতার সময় থেমে গেলো। পাশে শুধু বাজতে লাগলো, "আমি বহু বাসনায় প্রাণপণে চাই,

বঞ্চিত করে বাঁচালে মোরে...."।

এরপর গল্প আর বেশি নেই। আর জেনে আমাদের লাভও নেই। সমরেশের যে ললিতার কাছে মন প্রকাশের ইচ্ছে এসেছে আর ললিতার যে এতদিনের সকল চিন্তা চুরমার হয়ে ভেঙে গেলো শুধু নিজের কাছে স্বীকার করে; সমরেশ সব জানে এবং সেই সবই বুকে করে নিয়ে চলেছে- এর ভার কম নয়। 


গান শেষ হল। রেডিও এ তখন অন্য নাম, আরেকটি গানের আবেদনে বেজে চলেছে।

____________________

Comments

  1. 'অপেক্ষা', 'ভাষা'-গুলি একপক্ষীয় হলে মনে হয় গল্প তৈরি হয়না।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Perspectives On One Sided Love!

" Ek taarfa pyar ki taaqat hi kuchh aur hoti hai ....." and the rest we all know from the famous movie dialogue. Sometimes, I feel one sided love is more treated as an ignorant side! But these things are not that much colourful as the movie cuts take place. Rather, if we step into the real world, I guess, we'll see, it has a gray shade. That's right, not love, but one sided love is actually a gray shade. It is so delicate in both ways, the one who loves and the one who don't love that person. Do you feel the same way?   🌻 Honestly, I haven't faced any one sided love from my side. But I felt it from the other way, that, I became someone else's one sided love! It is not disturbing all the time, but obviously, sometimes, it is. This post will discuss from the perspective of a person who became very special for someone only one-sided way! At times, I ask myself why do these types of relationship exits? I am sure it is painful, painful to know that the one you...

How to keep Zoom meetings safe and secure in 2020

HOW TO KEEP ZOOM MEETINGS SAFE AND SECURE BY DOING THESE 5 THINGS : Virtual meetings are like daily dose for all of us! Let's accept this, we don't have other much options left in 2020. Do we? In these peculiar atmosphere, we miss our loved ones, friends, family, colleagues, and most importantly our works are still going. So, we need some decent applications or ways to stay connected. So, here comes the name of the popular Zoom application. But there's so much speculation about this app, about it's security and safety. So let's discuss some basic settings to keep it safe during meetings: *1} When the video starts, click on the 3 dots and go to the meeting setting, enable 'waiting room'. So, if anyone wants to join then a notification will send to the host for the acceptance or otherwise that person remains on the wait list. *2} Next, enable the ''Lock meeting setting", it will concrete your group as per your choices. You can limit people in the ...

Digging Into Those Days

Reminiscing The Way I realised... In this time of Covid 19, we all are inside for the time of infinity I guess. Due to this situation, our mood is going just up and drastically down from time to time. So, one afternoon I sat on the roof and my mind went back to the past times without any time machine obviously! That is the good and equally bad thing I feel that our mind can go anywhere, anytime without any effort, perhaps without any hesitation too. When I think about my older self, I see the picture of a free, boundless person. Rather, it'll be justified if I put the word extravagant. So reckless that don't even give a thought about the consequences. Feel the same way? But today, I consider myself a more different person, wise one and sincere. Sometimes, I really think that how did I manage to come to this place, trying to connect those dots to clearly see the way through I came here! I used to add in my life, many things, people, peculiar doings which are unnec...